প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ মে, ২০২২

লুক্সেমবার্গ গড়ে তুলতে অভিবাসীদের অবদান

ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র হলেও লুক্সেমবার্গে বৈচিত্র্যের অভাব নেই। সেই সাংস্কৃতিক চালচিত্রে অভিবাসীদের অবদান কম নয়। ইতালির অনেক মানুষ কাজের সন্ধানে সেখানে গিয়ে জায়গাটিকে আপন করে নিয়েছেন। ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র হলেও লুক্সেমবার্গেও রয়েছে। এদেশ গড়ে তুলতে অভিবাসীদের বিরাট অবদান রয়েছে। সেই সাংস্কৃতিক চালচিত্রে অভিবাসীদের অবদান কম নয়। ইতালির অনেক মানুষ কাজের সন্ধানে সেখানে গিয়ে জায়গাটিকে আপন করে নিয়েছেন।

ব্লাস্ট ফারনেস থেকে সংস্কৃতির প্রাণকেন্দ্র- বহিরাগতদের অবদান ছাড়া লুক্সেমবার্গের এশ-সুয়র-আলজেৎ শহরটি ইউরোপিয়ান কালচারাল ক্যাপিটল হতে পারত না। আসলে বহিরাগতদের ছাড়া লুক্সেমবার্গের দক্ষিণে ইস্পাত শিল্প অঞ্চল ভাবাই যায় না। সেখানকার সাংস্কৃতিক কর্মসূচির মূলমন্ত্র হলো ‘রিমিক্স কালচার’।

ফাবিও বোটানি ও মারিয়া গ্রাৎসিয়া গালাটি নিজেদের ইতালীয় শিকড় নিয়ে চর্চা করছেন। প্রায় ২০ বছর আগে তাদের মতো ইতালির অনেক মানুষ লুক্সেমবার্গে চলে এসেছিলেন। ফাবিও বলেন, ‘আমি বহিরাগত হওয়া সত্ত্বেও তোমরা আমাকে স্বাগত জানিয়েছিলে। খুব সুন্দর এই বাক্যটি আমার নিজের মনে হয়। আমিও অতীতের অভিবাসীদের মতো পরিস্থিতিতে রয়েছি, শুধু ১০০ বছর পরে এসেছি। এখন পরিস্থিতি পুরোপুরি এক না হলেও আমি সেটা উপলব্ধি করতে পারি। লুক্সেমবার্গে আসার পর আমাদের ক্ষুধা সহ্য করতে হয়নি। তবে আমরাও আরো ভালো জীবনযাত্রার স্বপ্ন দেখতাম।’

আজ ১২০টিরও বেশি দেশের মানুষ সেখানে বাস করেন লুক্সেমবার্গে। প্রত্যেকেরই নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। মারিয়া গ্রাৎসিয়া গালাটি মনে করেন, ‘ইতালি সূর্যের আলোর জন্য বিখ্যাত। আগে যেখানে লোহার আকর রাখা হতো, সেই গুদাম আজ মিডিয়া শিল্পের প্রদর্শনীর জায়গায় রূপান্তরিত হচ্ছে।’

লুক্সেমবুর্গের শিল্পী আল্যাঁ ভেল্টার বলেন, ‘দক্ষিণের মানুষ স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। ‘পেটের কথা মুখে আনা’ সেখানে প্রচলিত এক প্রবাদ। অর্থাৎ মানুষ রাখঢাক না করে যা মনে আসে তাই বলে দেয়। সেটা আমার খুব ভালো লাগে।’

সেই অঞ্চলে প্রায় দুই লাখ অভিবাসী বাস করেন। এটাই তাদের নিজস্ব দেশ হয়ে উঠেছে। চলচ্চিত্র পরিচালক হিসেবে ফাবিও বোটানি বলেন, ‘এই জায়গা আমার মধ্যে বিশেষ এক অনুভূতি জাগিয়ে তোলে। অতীতের সঙ্গে সংলাপের মাধ্যমে আমাদের শিকড় ও সূচনা স্পষ্ট হয়ে যায়।’

‘এশ ২০২২’ উৎসবের মাধ্যমে সংস্কৃতিতে সমৃদ্ধ এক অঞ্চল ইউরোপীয় বৈচিত্র্য উদযাপন করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close