প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ১৫ মে। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস :

১৬২৫ : অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি।

১৭৭৬ : প্রথম বাষ্প চালিত জাহাজ তৈরি।

১৮১৮ : বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।

১৯৫১ : দৈনিক সংবাদের আত্মপ্রকাশ।

১৯৫৪ : আদমজী মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।

জন্ম :

১৮১৭ : দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।

১৮৪৮ : ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।

১৮৫৯ : পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৮৬২ : আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।

১৮৯০ : ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।

১৮৯১ : মিখাইল বুলগাকভ, রুশ লেখক।

১৯০৩ : মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।

মৃত্যু :

১৮৮৬ : মার্কিন কবি এমিলি ডিকিনসন।

১৯৯৪ : কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আবদুল আহাদ। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close