প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ১৪ মে। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মণ্ডমৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস :

১৮৪২ : ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথম প্রকাশ।

১৯২৫ : ভার্জিনিয়া উলফ-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।

১৯৩৯ : লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।

১৯৫০ : ওয়ারস চুক্তি সই।

১৯৫৪ : আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি শ্রমিক দাঙ্গা।

জন্ম :

১৯০৭ : আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।

১৯২৩ : চিত্রপরিচালক মৃণাল সেন।

১৯৪৪ : জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯০০: কানাডার কবি রবার্ট পিঙ্ক।

মৃত্যু :

১৯১২ : সুইডিশ নাট্যকার ইয়োহান আউগুস্ত স্ট্রিন্ডবার্গ।

১৯২৫ : হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।

১৯৯৮ : কথাশিল্পী শওকত ওসমান।

২০০০ : লেখক সৈকত আসগর। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close