প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ১৩ মে। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের এই দিনে। একনজরে দেখে নিন আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস

১৬০৭ : ভার্জিনিয়ার জেমস টাউনে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি স্থাপন।

১৬৩৮ : সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণকাজ শুরু।

১৮৬১ : পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন।

১৯৬৯ : মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত।

১৯৯৫ : অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় করেন প্রথম নারী এলিসন।

জন্ম

১৯০৫ : ফকরুদ্দিন আলি আহমেদ, ভারতের পঞ্চম রাষ্ট্রপতি।

১৯১৮ : বালাসরস্বতী, ভারতীয় বিখ্যাত নৃত্যশিল্পী।

১৯৩৮ : জিউলিয়ানো আমাতো, ইতালীয় রাজনীতিবিদ।

১৯৫১ : ছড়াকার আবু সালেহ।

১৯৬৬ : বাংলাদেশি দাবাড়ু নিয়াজ মোরশেদ।

১৯৮১ : সানি লিওন, ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং সাবেক পর্নোতারকা।

১৮৩৬ : ভারততত্ত্ববিদ স্যার চার্লস উইলকিন্স।

মৃত্যু

১৮৮৭ : কবি, সাহিত্যিক, সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

১৯৪৭ : সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।

১৯৬৩ : বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সুকুমার সেন।

১৯৭৪ : বাংলাদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ খুদা বকশ।

১৯৯৭ : সাংবাদিক, কথাসাহিত্যিক বিপ্লব দাশ।

২০০১ : আর কে নারায়ণ প্রখ্যাত ভারতীয় লেখক।

২০০৫ : প্রখ্যাত বাঙালি গায়িকা উৎপলা সেন।

২০১১ : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব বাদল সরকার। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close