নেত্রকোনা প্রতিনিধি

  ১৩ মে, ২০২২

নেত্রকোনায় বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল দত্ত দনাচাপুর গ্রামের প্রভুদ দত্তের ছেলে। আহতরা হলেন সাগর দত্ত, তৃপ্তি রানী, চায়না রানী দত্ত ও রঞ্জিত দত্ত। বাকি তিনজনের নামণ্ডপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কেন্দুয়া পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘বাবুলের বাড়ির আঙিনা দিয়ে প্রতিবেশী সুবল দেবদের বাড়ির বৃষ্টির পানির ঢল যায়। এই পানির নিষ্কাশন নিয়ে গত বুধবার দুই পক্ষের মধ্যে বাকবিত-া হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাবুল বল্লমের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় বাবুলকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close