প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ মে, ২০২২

আজকের এই দিনে

আজ ১১ মে। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ইতিহাসের এই দিনে। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মণ্ডমৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস :

১৮৫৭ : সিপাহি বিদ্রোহ : সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লির অধিকার নিয়ে নেয়।

১৯৩৫ : বিশ্বে প্রথম টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু জার্মানির বার্লিন থেকে।

১৯৪০ : জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথবাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।

১৯৪৯ : ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।

১৯৯৪ : ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইসরায়েলি দখলদারির অবসান ঘটে।

১৯৯৭ : দাবাখেলুড়ে কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।

১৯৯৮ : ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে তিনটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

জন্ম :

১৯০৪ : সালভাদর দালি, খ্যাতিমান স্পেনীয় চিত্রকর।

১৯১৬ : চিত্রশিল্পী নিরদ মজুমদার।

১৯১৬ : নোবেলজয়ী স্পেনীয় ঔপন্যাসিক ক্যামিলো হোসে সেলো।

১৯১৮ : নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান ।

১৯৩০ : এডসগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।

মৃত্যু :

১৯১৫ : ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বীর বিপ্লবী বসন্তকুমার বিশ্বাস।

১৯৮১ : বব মার্লে, জ্যামাইকান শিল্পী, গিটার বাদক ও গীতিকার। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close