উখিয়া (কক্সবাজার প্রতিনিধি)

  ২৯ জানুয়ারি, ২০২২

উখিয়ায় আরসার সদস্যসহ ১০ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এক আরসার সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছেন এপিবিএনের সদস্যরা।

গত বৃহস্পতিবার দিন ও রাতে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল শুক্রবার বিকালে জানিয়েছেন ১৪ নম্বর এপিবিএনের অধিনায়ক নাইমুল হক, পিপিএম।

তিনি আরো জানান, চলমান বিশেষ অভিযানে কথিত আরসার সদস্যসহ ১০ জন গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আরসা সদস্য একজন। এদের মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাঁচজনের বৈধ কাগজপত্রবিহীন পাঁচটি সিএনজিসহ আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহপরী হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। তিনজন সিএনজিচালকের বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা করে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অপর একজনকে মারামারির ঘটনায় ক্যাম্প সিআইসি মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

এসব ঘটনায় আটককৃতদের নাম জানাতে পারেনি এপিবিএনের অধিনায়ক নাইমুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close