প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ২৯ জানুয়ারি। ইতিহাসের এই দিনে ঘটেছিল বিখ্যাত অনেক ঘটনা। এ সব ঘটনা মানুষের জীবনে নানামুখী প্রভাব ফেলেছিল। আসুন জেনে নেই সেসব ঘটনা সম্পর্কে।

১৫২৮ : মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।

১৫৯৫ : শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

১৬১৩ : গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।

১৬৭৬ : দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৮০ : জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।

১৮২০ : সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।

১৮৪৫ : এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।

১৮৪৮ : সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৬১ : ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।

১৮৭০ : বেঙ্গল গেজেট প্রথম কলকাতায় প্রকাশিত হয়।

১৯১৬ : প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।

১৯১৯ : ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।

১৯২১ : হোসেন বিন আলী শরিফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।

১৯৯৬ : ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close