প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ২৮ জানুয়ারি। দিনটি সময়ের হিসাবে অতি অল্প। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায়, বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়Ñ

ইতিহাস :

১৮৩১ : ঈশ্বরগুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশ।

১৯৩২ : জাপানি সৈন্যরা সাংহাই দখল করে।

১৯৩৩ : নাউ অর নেভার পুস্তিকা প্রকাশ।

১৯৭৯ : তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।

১৯৮২ : বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।

জন্ম :

১৮৭৭ : পুলিনবিহারী দাস ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

১৮৮২ : মরক্কোর বিখ্যাত রিফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।

১৯১১ : প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত।

১৯২২ : নোবেলজয়ী আমেরিকান প্রাণরসায়নী রবার্ট ডব্লিউ ঘলি।

১৯২৫ : রাজা রামান্না, প্রখ্যাত ভারতীয় পদার্থবিদ।

১৯৪৪ : ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ববি বল।

মৃত্যু :

১৫৫৬ : দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুন।

১৮৪০ : হাজী শরীয়তউল্লাহ

১৯৭৯ : স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত।

১৯৮৪ : ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল রেজ্জাক খান। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close