প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ২৫ জানুয়ারি। ইতহিাসের এই দিনে পৃথিবীতে ঘটেছিল নানা ধরনের ঘটনা। সেই ঘটনাগুলো মানব সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। আসুন জেনে নেই ইতিহাসখ্যাত সেসব ঘটনার কথা।

১৪৯৪ ইতিহাসের এই দিনে প্রথম ফার্দিনান্দের মৃত্যুর পর দ্বিতীয় আলফনসো নেপলসের রাজ সিংহাসনে আরোহণ করেন।

১৬৬২ ইতিহাসের এই দিনে ব্রিটিশ সেনাবাহিনীর জাঞ্জিবারে স্থায়ী ঘাঁটি স্থাপন করে।

১৮০২ ইতিহাসের এই দিনে ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট ইতালির প্রেসিডেন্ট নিযুক্ত হন।

১৮৩১ ইতিহাসের এই দিনে পোল্যান্ডের স্বাধীনা ঘোষণা করা হয়।

১৮৭১ জার্মানির চিকিৎসক হানসেন কুষ্ঠু রোগের জীবাণু আবিষ্কার করেন।

১৮৯০ ইতিহাসের এই দিনে নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।

১৮৯৯ ইতিহাসের এই দিনে প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়।

১৯১৫ ইতিহাসের এই দিনে আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।

১৯১৭ ইতিহাসের এই দিনে ২৫ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে।

১৯১৮ ইতিহাসের এই দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রাশিয়া থেকে আলাদা হয়।

১৯১৯ ইতিহাসের এই দিনে লিগ অব ন্যাশনসের প্রতিষ্ঠা হয়।

১৯৪২ থাইল্যান্ড এবং জাপান এক জোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close