প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ২১ জানুয়ারি।

ঘটনাবলি :

১৭৩৭ : পূর্ব ভারতের বঙ্গোপসাগরে ভয়াবহ প্রাণঘাতী ঝড় তুফানে তিন লাখ মানুষ প্রাণ হারায়।

১৭৬২ : ইংল্যান্ড ও স্পেনের যুদ্ধ শুরু হয়।

১৭৯৩ : জানুয়ারিতে ফরাসি সম্রাট ষোড়শ লুঁইকে শূলে চড়িয়ে হত্যা করা হয়।

১৮৪৬ : চার্লস ডিকেন্স সম্পাদিত ‘দি ডেইলি নিউজ’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৯ : ওপেলের অটোমোবাইল তৈরি শুরু হয়।

১৯৩৬ : রাজা অষ্টম অ্যাডওয়ার্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

১৯৪৯ : চীনের প্রেসিডেন্টের পদ থেকে চিয়াং কাই শেকের পদত্যাগ করেন।

১৯৫৪ : পারমাণবিক শক্তিচালিত প্রথম মার্কিন জাহাজ নটিলাস সাগরে ভাসে।

১৯৭৫ : আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ মুজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা অর্পণ করা হয়।

১৯৯৬ : ইয়াসির আরাফাত ফিলিস্তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম :

১৮৮২ : পাভেল ফ্লরেন্স ফ্লরেন্সকয়, রাশিয়ান গণিত ও ধর্মতত্ত্ববিদ।

১৯১৩ : বাঙালি সাহিত্যিক ও যষ্টিমধু পত্রিকার সম্পাদক কুমারেশ ঘোষ।

১৯৪১ : প্লাকিড ডোমিংগো, স্প্যানিয় মর্ম ও পথপ্রদর্শক।

১৯৫৩ : পল অ্যালেন, মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা।

১৯৫৬ : জিনা ডেভিস, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও সাবেক ফ্যাশন মডেল।

মৃত্যু :

১৫২৭ : স্প্যানিশ এক্সপ্লোরার জুয়ান ডে গ্রিজাল্ভা মৃত্যুবরণ করেন ।

১৬০৯ : ফরাসি ইতিহাসবিদ ও প-িত জোসেফ জুস্টুস স্কালিগ মৃত্যুবরণ করেন।

১৭৩৩ : বার্নার্ড ম্যান্ডেভিল, অ্যাংলো-ওলন্দাজ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।

১৯০১ : টেলিফোনের উদ্ভাবক ইলিশা গ্রে মৃত্যুবরণ করেন।

১৯২৪ : রুশ বিপ্লবের মহান নেতা ও মার্কসবাদের অন্যতম রূপকার ভøাদিমির ইলিচ লেনিন মৃত্যুবরণ করেন।

১৯২৬ : নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান চিকিৎসক ক্যামিলো গলজি মৃত্যুবরণ করেন। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close