প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ১৭ জানুয়ারি। পৃথিবীর ইতিহাসে এই দিনে ঘটেছিল নানা ঘটনা। এসব ঘটনা মানুষের রাজনীতিক ও সামাজিক জীবনে ফেলেছিল প্রভুত প্রভাব। আসুন জেনে নেই সে ঘটনাগুলো।

১২৫৮ : মঙ্গোলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়।

১৫৮৪ : বোহেমিয়া গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৫৯৫ : ফ্রান্সের চতুর্দশ হেনরিক প্লেন যুদ্ধ ঘোষণা করেন।

১৬০৫ : ডন কুইক্সোট প্রথম প্রকাশিত হয়।

১৮৪১ : বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিলল।

১৮৬৩ : ভার্জিনিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়।

১৮৯৩ : হাওয়াই প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯২৩ : পিকিং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অবৈধভাবে একজন বিপ্লবী বিক্ষুককে গ্রেপ্তারের প্রতিবাদে ছেই ইয়েন পেই পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদত্যাগ করেন।

১৯৪৫ : সোভিয়েত রাশিয়ার সৈন্য বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ারশকে জার্মান দখল থেকে মুক্ত করে। ইউরোপে যুদ্ধ শুরুর দিন থেকেই ওয়ারশতে যুদ্ধ আরম্ভ হয়।

১৯৪৫ : সোভিয়েত সেনারা অগ্রসর হলে জার্মান নাজি বাহিনী কুখ্যাত আউচভিচ কনসেনট্রেশন ক্যাম্প ত্যাগের সিদ্ধান্ত নেয়।

১৯৪৬ : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে।

১৯৫৩ : ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close