প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ১৪ জানুয়ারি, শুক্রবার। পৃথিবীতে এই দিনে ঘটেছিল অনেক ভিন্ন প্রকৃতির নানা ঘটনা। এ সব ঘটনা মানবসমাজে নানামুখী প্রভাব ফেলেছিল। আসুন জেনে নেই সেসব ঘটনাপ্রবাহ।

১৫১৪ : দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।

১৬৩৯ : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়।

১৭৬১ : পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ দুররানীর নেতৃত্বে আফগানরা মারাঠাদের পরাজিত করে।

১৮১৪ : ডেনমার্কের রাজা সুইডেনের রাজার হাতে নরওয়ে ছেড়ে দেন।

১৮৫৮ : নেপোলিয়নের উপর ব্যর্থ হামলা চালানো হয়।

১৯০৭ : জামাইকায় ভূকম্পনে কিংস্টন বিধ্বস্ত ও এক হাজার নিহত হয়।

১৯২৯ : আফগানিস্তানের রাজা আমানুল্লাহ সিংহাসন ছেড়ে দেন।

১৯৩৮ : আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।

১৯৪৩ : মরক্কোর ক্লাসাব্লাকা শহরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট বৈঠকে বসেছিলেন।

১৯৬৯ : পূর্ব বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি গৃহীত হয়।

১৯৬৯ : ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

১৯৭২ : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।

১৯৭৫ : চীনে নতুন শাসনতন্ত্র ঘোষণা এবং প্রেসিডেন্ট পদ বিলোপ ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close