প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ১৩ জানুয়ারি। ইতিহাসের এই দিনে পৃথিবীতে ঘটেছে নানা বিখ্যাত ঘটনা। এসব ঘটনা মানুষের সামজিক ও রাজনৈতিক জীবনে ফেলেছিল অনেক প্রভাব। আসুন একনজরে জেনে নেই এই ঘটনাগুলো।

১৭০৯ সালের এই দিনে প্রথম বাহাদুর শাহ হায়দরাবাদ দখল করেন।

১৭৬১ সালের এই দিনে পানিপথের ৩য় যুদ্ধ শুরু হয়।

১৮৪৮ সালের এই দিনে হাডসন বে কোম্পানি ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুইভার দ্বীপ দখল করে।

১৮৪৯ সালের এই দিনে দ্বিতীয় আংলো-শিথ যুদ্ধ শুরু।

১৮৬৪ সালের এই দিনে রাশিয়ার ইতিহাসে প্রথম প্রাদেশিক পরিষদ গঠন করা হয়।

১৮৯৭ সালের এই দিনে চারুকলাবিষয়ক পত্রিকা শিল্পতত্ত্ব ও পুষ্পাঞ্জলি প্রকাশিত হয়।

১৯১৫ সালের এই দিনে মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৫ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল।

১৯১৯ সালের এই দিনে ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।

১৯১৯ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খ- পাওয়া যায়।

১৯২০ সালের এই দিনে (কারো মতে ১০ জানুয়ারি) লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়।

১৯৫৭ সালের এই দিনে ওড়িশা রাজ্যের সম্বলপুর হতে ১৫ কিলোমিটার দূরে হিরাকুদে হীরাকুদ বাঁধের উদ্বোধন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close