প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ১২ জানুয়ারি। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সকাল নিয়ে আসে। সকাল শেষে দুপুর, এরপর সন্ধ্যা থেকে রাত-কেটে যায় একটি করে দিন। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, নিজস্ব গতিতে। ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যু দিয়ে গড়ে ওঠে ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। আসুন জেনে নিই এই দিনটিতে উল্লেখযোগ্য কি কি ঘটেছিল এই বিশ্বব্রহ্মা-ে।

ইতিহাস :

১৮৭৯ : আফ্রিকায় ব্রিটিশ জুলু যুদ্ধ শুরু।

১৯০৮ : সর্বপ্রথম সবচেয়ে দূরবর্তী রেডিও বার্তা পাঠানো হয়েছিল আইফেল টাওয়ার থেকে।

১৯৩৪ : বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ফাঁসি।

১৯৬০ : কেনিয়ায় ৮ বছরের জরুরি অবস্থার অবসান ঘটে।

১৯৬৪ : জাঞ্জিবার অভ্যুত্থান শুরু।

১৯৭১ : পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এসএম আহসান বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।

১৯৭২ : পোল্যান্ড এবং বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

১৯৯৮ : মানব ক্লোনিং নিষিদ্ধ করে ১৯টি ইউরোপীয় দেশের চুক্তি সই।

২০০৬ : মিনায় ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ করার সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত।

২০১০ : হাইতিতে ভূমিকম্পে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার জন নিহত।

জন্ম :

১৭২৪ : ইংরেজি লেখক এবং নাট্যকার ফ্রান্সেস ব্রুক।

১৭২৯ : লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ এবং দার্শনিক অ্যাডমান্ড বার্ক।

১৮৬৩ : বেদন্ত দর্শনের গুরু স্বামী বিবেকানন্দ।

১৯২১ : কবি আবদুল গনি হাজারী।

১৯৪২ : বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এ টি এম হায়দার।

মৃত্যু :

১৯৭২ : শিশু সাহিত্যিক ও সাংবাদিক গোলাম রহমান।

১৯৭৬ : রহস্য সাহিত্যের বিখ্যাত লেখিকা আগাথা কৃষ্টি। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close