প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০২২

আজকের এই দিনে

আজ ১১ জানুয়ারি। প্রতিটি সূর্যোদয় একটি নতুন সকাল নিয়ে আসে। সকাল শেষে দুপুর, এরপর সন্ধ্যা থেকে রাত কেটে যায় একটি করে দিন। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, নিজস্ব গতিতে। ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যু দিয়ে গড়ে ওঠে ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। আসুন, জেনে নিই ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ইতিহাস :

১৬১৩ : মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।

১৭৫৯ : যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বিমা কোম্পানির যাত্রা শুরু।

১৮৪৬ : নন্দকুমার কবিরতেœর সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশ।

১৮৬৬ : অস্ট্রেলিয়ার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।

১৯২২ : মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।

১৯৭২ : বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।

২০০২ : বাংলাদেশের কূটনীতিক কিউএ এম এ রহিম সার্ক মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম :

১৮৫৯ : ব্রিটিশ রাজনীতিক লর্ড কার্জন, ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয়।

১৮৬৪ : এইচ জর্জ সেলফরিজ, যুক্তরাজ্যের সেলফরিজ অ্যান্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা।

১৮৬৬ : লক্ষ্মীনারায়ণ রায় চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।

১৮৬৮ : ছাই ইউয়ানফেই, চীনের আধুনিক শিক্ষাবিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close