প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ নভেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ২৫ নভেম্বর। ইতিহাসের এই দিনে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। চলুন জেনে নেই এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।

ইতিহাস :

১৭৫৯ : ভূমিকম্পে বৈরুত ও দামেস্কে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি।

১৮১৩ : কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন।

১৮৩৮ : ভারতের করিঙ্গ শহরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৭৫ : ব্রিটেন মিসরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।

১৮৮০ : ফরাসি বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।

১৯৩৬ : জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।

১৯৭৫ : দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯২ : চেক পার্লামেন্ট চেক যুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।

১৯৯৬ : পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।

২০০১ : সুইচ এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।

২০০৭ : উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

জন্ম :

১৯০৬ : বাংলাদেশি নাট্যকার নূরুল মোমেন।

১৯১৫ : চিলির জেনারেল ও প্রেসিডেন্ট অগাস্টো পিনোশের।

১৯১৯ : ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মোহাম্মদ আবদুল হাই।

১৯৩৩ : কবি শক্তি চট্টোপাধ্যায়।

১৯৪৬ : পাকিস্তানি দেওবন্দি ইসলামি পন্ডিত ইউসুফ মুতালা।

১৯৫২ : পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

মৃত্যু :

১৯৭৪ : জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট।

১৯৮১ : খ্যাতনামা সংগীতজ্ঞ রাইচাঁদ বড়াল।

২০১৬ : কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল কাস্ত্রো।

সূত্র : উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close