প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ অক্টোবর, ২০২১

আজকরে এই দিনে

আজ ২৫ অক্টোবর। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস :

১৯৫১ : স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন।

১৯৬৪ : ভারতে কংগ্রেস-লিগ অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন।

১৯৭১ : ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।

১৯৭৫ : ভারতীয় বিজ্ঞানীদের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ।

১৯৮৩ : গ্রানাডায় মার্কিন মেরিনস বাহিনীর গ্রেনেড আক্রমণ।

১৯৮৩ : বৈরুতে ভয়ংকর বিস্ফোরণে ২১৬ জন মার্কিন সৈন্যের মৃত্যু।

২০০৯ : বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন

আজকের এই দিনে আহত হয়।

জন্ম :

১৯০৬ : জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ।

১৯৪৭ : কবি মাহাবুব সাদিক।

১৯৮৪ : বাংলাদেশ কম্পিউটার প্রকৌশলী আহমেদ বিন মুসা।

মৃত্যু :

১৪৫৯ : মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক খান জাহান আলী।

১৯৩৪ : ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী।

১৯৩৪ : ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়।

১৯৭৫ : রবীন্দ্র যুগের কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কালীদাস রায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close