প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ অক্টোবর, ২০২১

আজকের এই দিনে

আজ ২৪ অক্টোবর। দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। আজ অনেকের জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আরো ঘটনা।

ইতিহাস :

১৯১১ : অভরিল রাইট তার আবিষ্কৃত উড়োজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে ৯ মিনিট ৪৫ সেকেন্ড ভেসে বেড়ান।

১৯১৭ : প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালীয় কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।

১৯৩১ : জর্জ ওয়াশিংটন ব্রিজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।

১৯৪৫ : জাতিসংঘের যাত্রা শুরু।

১৯৪৬ : ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।

১৯৮৪ : ভারতে প্রথম চালু কলকাতা মেট্রো।

১৯৯৫ : ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি হয়।

২০১৯ : ফেনীর সোনাগাজীতে মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা ঘটনায় ১৬ জনের ফাঁসির রায়।

জন্ম :

১৭৭৫ : বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।

১৮৯০ : শিশির কুমার মিত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৮৯৪ : লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়।

১৯৩৯ : রশীদ তালুকদার, প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

মৃত্যু :

১৯৫০ : চিকিৎসাবিজ্ঞানী কুমুদ শঙ্কর রায়।

১৯৫০ : রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী।

১৯৭৭ : হাতেম আলী খান, যুক্তফ্রন্ট নেতা ও পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য।

২০১৩ : মান্না দে ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী।

দিবস : জাতিসংঘ দিবস, আন্তর্জাতিক পোলিও দিবস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close