প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ অক্টোবর, ২০২১

আজকের এই দিনে

আজ ২০ অক্টোবর। দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য বিষয়।

ইতিহাস-

১৮৫৪ : অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু।

১৯৪৫ : মিসর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লিগ গঠন।

১৯৭০ : সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৯২ : আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন।

জন্ম-

১৭৮৬ : উইলিয়াম কেরির ছেলে ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ ফেলিক্স কেরি।

১৮৫৯ : বাঙলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি।

১৮৫৯ : দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি।

১৮৭১ : কবি, গীতিকার এবং গায়ক অতুলপ্রসাদ সেন।

১৯১৪ : বাঙালি, কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ভূপেশ গুপ্ত।

১৯৩৯ : কবি ওমর আলী।

১৯৬৭ : বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী।

মৃত্যু-

৯০৯ : ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি।

১৮৫৪ : ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো।

১৮৯০: পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন।

১৯৬৪ : হার্বার্ট হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।

১৯৯২ : চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির।

১৯৯৪ : কমিউনিস্ট নেতা বারীন দত্ত।

২০১২ : ভাষা সৈনিক অলি আহাদ। উইকিপিডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close