নিজস্ব প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০২১

আরো ৭ মৃত্যু শনাক্ত ৪৬৯

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর আবার ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে।

আগের দিন সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছিল, আর ৩৩৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

পাঁচ মাস পর গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৪০০-এর নিচে নেমে এসেছিল। পরদিন তা তিনশরও নিচে নেমে আসে। এরপর রবি ও সোমবার যথাক্রমে ৩১৪ এবং ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। মঙ্গলবার তা আবার ৪০০ ছাড়াল।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।

গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৭২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৯ শতাংশ। আর যে ৭ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৩ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close