প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ অক্টোবর, ২০২১

আজকের এই দিনে

আজ ১১ অক্টোবর। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ইতিহাস :

৬৩২ : ইয়ামমার যুদ্ধে ভণ্ড নবী মুসায়লাম কাজ্জাব নিহত।

১৮৯৯ : দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও ব্রিটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ।

১৯২৩ : জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।

১৯৩৭ : চীন-জাপানের লড়াইয়ে দুপক্ষের বিপুলসংখ্যক সৈন্য হতাহত হয়।

১৯৫৭ : প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দীর পদত্যাগ।

১৯৬২ : চীন-ভারত যুদ্ধ শুরু।

১৯৭৮ : জাতিসংঘের সাধারণ পরিষদে বর্ণবাদবিরোধী বিশেষ অধিবেশন।

জন্ম :

১৬১৬ : জার্মান কবি ও নাট্যকার আন্দ্রিয়াস গ্রয়ফিউস।

১৮৭১ : পুঁথি সংগ্রাহক, লেখক ও সাহিত্য বিশারদ আবদুল করিম।

১৮৭৭ : সাহিত্যিক, সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১৮৮৪ : নোবেলজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ ফ্রেডরিখ কার্ল রুডলফ।

১৮৮৫ : নোবেলজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার ফ্রাসোয়া মাউরিয়াক।

১৯২১ : বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম।

১৯৪২ : জনপ্রিয় ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন।

মৃত্যু :

১৮৫২ : জার্মান গণিতবিদ ও অধ্যাপক গটথল্ড আইজেনস্টাইন।

১৯৩৮ : বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা নগেন্দ্রনাথ বসু।

১৯৪০ : ইতালীয় গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী জাঁ ককতো।

১৯৯১ : সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী।

১৯৯৬ : নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ উইলিয়াম ভিখর।

দিবস : আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস। সূত্র : উইকিপিডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close