প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ২৭ সেপ্টেম্বর ২০২১। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক-একটি ইতিহাস। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন

ইতিহাস :

১২৯০ : প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।

১৭৬০ : মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।

১৯৩৭ : প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।

১৯৮০ : বিশ্ব পর্যটন দিবস ঘোষণা।

১৯৯৬ : তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

২০০২ : পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।

জন্ম

১৮৪৩ : গ্যাস্টন টেরি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৮৭১ : গ্রাজিয়া ডেলেডা, তিনি ছিলেন নোবেলজয়ী ইতালীয় লেখক।

১৯০৬ : সতীনাথ ভাদুড়ী, প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।

মৃত্যু :

১৮৩৩ : রাজা রামমোহন রায়, বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা।

১৯৩৩ : কামিনী রায়, বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা।

১৯৪০ : জুলিয়াস ওয়াগনার-জারেগ, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় চিকিৎসক।

১৯৪৩ : ব্রিটিশবিরোধী আন্দোলনে শহীদ কালীপদ আইচ, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়,

দুর্গাদাস রায় চৌধুরী, নন্দকুমার দে, নিরঞ্জন বড়ুয়া, নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, ফণিভূষণ চক্রবর্তী, মানকুমার বসু ঠাকুর, সুনীলকুমার মুখোপাধ্যায়।

১৯৭১ : নাজমুল হক বীর উত্তম, মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।

১৯৭২ : শৃগালি রামাব্রদম রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।

১৯৮৪ : মোহাম্মদ ময়েজউদ্দিন, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ।

২০১৬ : সৈয়দ শামসুল হক, বাংলাদেশি লেখক।

২০২০ : মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল। (জ. ১৯৪৯)

আজ বিশ্ব পর্যটন দিবস। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close