ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

  ২৪ সেপ্টেম্বর, ২০২১

বৃদ্ধ মা-বাবার ঠাঁই গোয়ালঘরে

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর বালুবাড়ী গ্রামের নগেন চন্দ্র বর্মণের বয়স ৭০ বছর এবং তার স্ত্রী বিজয়া বালার বয়স ৬০ বছর। বয়সের ভারে তেমন কোনো কাজকর্ম করতে পারেন না এই দম্পতি। এক সময় নিজেদের ভবিষ্যতের চিন্তা না করে অনেক কষ্টে চার ছেলে ও এক মেয়েকে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষিত করে গড়ে তুলেছেন। সেই প্রতিষ্ঠিত সন্তানরাই এখন বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে নারাজ। নিজেদের শেষ সম্বল দুটি বড় পুকুরসহ ১৪ বিঘা জমি আদরের ছোট ছেলে স্কুলশিক্ষক গণেশকে লিখে দেন নগেন। এরপর ছেলে গণেশ বৃদ্ধ বাবা-মার প্রতি অমানবিক আচরণ করতে থাকেন। খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জে সন্তানকে নিজের প্রায় কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়ার পরও বৃদ্ধ বাবা-মার ভরণপোষণের দায়িত্ব নিচ্ছেন না কোনো সন্তান। বৃদ্ধ এই দম্পতিকে কিছু দিন বাটখারা দিয়ে মেপে মেপে ভাত খেতে দিলেও গত এক সপ্তাহ তা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে। জীবনের শেষ বয়সে অসহায় বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই মিলেছে গোয়াল ঘরে।

বৃদ্ধ এই দম্পতির অভিযোগ, নিজের সর্বস্ব সন্তানদের দেওয়ার কারণে এই করুণ পরিণতি তাদের। কোনো সন্তানই তাদের দায়িত্ব নিচ্ছেন না। তাই যত দিন বেঁচে থাকবেন ততদিন ভরণপোষণ চান সন্তানদের কাছে। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়েও কোনো সুফল পাচ্ছেন না তারা। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ ও প্রশাসনের সুদৃষ্টি এবং সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সচেতন এলাকাবাসী। আর অভিযোগের বিষয়টি অস্বীকার করেন ছোট ছেলে স্কুলশিক্ষক গণেশ বলেন, এটি তার একান্ত ব্যক্তিগত ও পারিবারিক বিষয়।

বৃদ্ধ পিতা-মাতার গোয়াল ঘরে গরুর সঙ্গে থাকা অমানবিক। এ বিষয়ে দুঃখ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে সমাজের প্রতিটি পরিবারেই এমন ঘটনা ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এ বিষয়ে তিনি অবগত রয়েছেন। অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাবা মায়ের ভরণপোষণ নিশ্চিত ও সন্তানদের বাবা-মায়ের সঙ্গে বসবাস বাধ্যতামূলক করার বিধান করে বাংলাদেশ সরকার ২০১৩ সালে আইন পাস করলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। অথচ আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে বাবা মার ভরণপোষণ নিশ্চিত করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close