প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ২০ সেপ্টেম্বর ২০২১। ৫ আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৬২তম (অধিবর্ষে ২৬৩তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো বিষয়-

ঘটনা : ১১৮৭ : মুসলমান সেনাদের জেরুজালেম অবরোধ শুরু।

১৮৩১ : বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়।

১৮৩৩ : চার্লস ডারউইনের ঘোড়ায় চড়ে বুয়েনস আয়ারস যাত্রা।

১৮৫৪ : অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৯৭০ : সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৯২ : আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন।

২০০১ : ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।

জন্ম : ১৮৩৩ : নোবেল বিজয়ী মানবহিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা।

মৃত্যু : ১২৪৬ : কিয়েভের শাসক মিখাইল।

১৯৯৬ : হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।

২০১১ : আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী। বাংলাপিডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close