তালতলী (বরগুনা) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০২১

চোর দলের হামলার শিকার সাংবাদিক

বরগুনার তালতলীতে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাপবিদ্যুৎকেন্দ্রের সাব-স্টেশন এলাকায় তাকে চড়-থাপ্পড় ও রড দিয়ে পিটিয়ে আহত করে চোর দলের সদস্যরা। এ ঘটনায় মামলা হয়েছে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দৈনিক প্রতিদিনের সংবাদের তালতলী প্রতিনিধি মল্লিক মো. জামাল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায় চোরাই মালামাল বিক্রি হচ্ছে জেনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে স্থানীয় ইমরান চোরাই মালামালের ছবি তুলতে বাধা দেয়। পরে তথ্য সংগ্রহ করে ফেরার পথে এলাকার হুমায়ুন খন্দকার ও নাসিরসহ অপরিচিত পাঁচ-ছয়জন তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই হুমায়ুন ও নাসির চড়-থাপ্পড় ও রড দিয়ে বেধড়ক পেটায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে তালতলী হাসপাতালে পাঠান। পরে রাতেই তিনি তালতলী থানায় হুমায়ুন খন্দকার ও চোরচক্রের সদস্য নাসিরসহ পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় মামলা করেছেন মল্লিক জামাল। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close