প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ১৬ সেপ্টেম্বর। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলি :

১৮১২ - মস্কো শহরে এক অগ্নিকান্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল।

১৯২০ - ওয়াল স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হলে ৩৮ জন মারা যান এবং প্রায় ৪০০ লোক আহত হন।

১৯৩১ - লিবিয়ায় ইতালির উপনিবেশ বিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানির সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে ফেলে।

১৯৭৮ - রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়।

জন্ম:

১৫০৭ - জিয়াজিং, তিনি ছিলেন চীন সম্রাট।

১৭৪৫ - মিখাইল কুটুযোভ, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল।

১৯২৩ - লি কুয়ান ইউ, তিনি ছিলেন সিঙ্গাপুরের আইনজীবী, রাজনীতিবিদ ও প্রথম প্রধানমন্ত্রী।

১৯২৭ - পিটার ফক, তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৩২ - মিকি স্টুয়ার্ট, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।

মৃত্যু:

১৭৩৬ - ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তিনি ছিলেন পোলিশ ডাচ পদার্থবিদ, প্রকৌশলী ও থার্মোমিটার উদ্ভাবক।

১৭৮২ - ফারিনেলি, তিনি ছিলেন ইতালীয় গায়ক।

১৯২৫ - আলেক্সান্দ্র আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, তিনি ছিলেন রাশিয়ান পদার্থবিদ ও গণিতবিদ।

১৯৩১ - ওমর মুখতার, তিনি ছিলেন প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা। -উইকিপিডিয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close