নিজস্ব প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

বিএনপি নেতাদের বৈঠক

গণতন্ত্র ফেরাতে রাজপথের বিকল্প নেই

রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেছেন, আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বাধ্য করতে হবে। আগামী নির্বাচনের আগেই সরকারকে বিদায় করতে হবে। পাশাপাশি দল গুছিয়ে এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। গত মঙ্গলবার বিএনপির হাইকমান্ডের সঙ্গে সিরিজ বৈঠকের প্রথম দিন নেতারা এমন অভিমত ব্যক্ত করেন। গতকাল বুধবার ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিনে বিএনপির সম্পাদকীয় পদধারী নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। গতকালের বৈঠকেও দলটির নেতারা একই অভিমত করেন।

গতকালের বৈঠকে মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সম্পাদক পর্যায়ের এ বৈঠকে অন্তত ৯৫ নেতা উপস্থিত রয়েছেন। গতকাল বুধবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল সোয়া ৪টার দিকে বৈঠক শুরু হয়। অনলাইনে যুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে চলমান এ বৈঠকে মঞ্চে উপস্থিত রয়েছেন দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

গত মঙ্গলবার ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের অন্তত ৬২ নেতার সঙ্গে বৈঠক করে বিএনপি। আগামী নির্বাচনকে সামনে রেখে কর্মকৌশল নির্ধারণে নেতাদের মতামত জানতে এ বৈঠক ডেকেছেন তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, আসাদুল হাবিব দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, ডা. সাখাওয়াত হাসান জীবন, মোস্তাক মিয়া, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

সম্পাদকদের মধ্যে সালাহউদ্দিন আহমেদ, আ ন ম এহছানুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, মাসুদ আহমেদ তালুকদার, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আশরাফউদ্দিন উজ্জ্বল, লুতফুর রহমান কাজল, আনিসুজ্জামান খান বাবু, রিয়াজুল ইসলাম রিজু, জয়নাল আবেদীন, নুরে আরা সাফা, ডা. রফিকুল ইসলাম, খালেদ মাহবুব শ্যামল, এ এম এ নাজিম উদ্দিন, সোহরাব উদ্দিন, মোসাদ্দেক হোসেন বুলবুল, জি কে গাউস, গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ, শেখ ফরিদ আহমেদ মানিক, আসাদুজ্জামান আজাদ, মীর সরফত আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close