প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

ম্যামথ ফিরিয়ে আনার চেষ্টা!

জিন পরিবর্তন করার প্রযুক্তি ক্রিসপার ব্যবহার করে ১১ হাজার বছর আগে হারিয়ে যাওয়া উলি ম্যামথকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে একটি বায়োসায়েন্স কোম্পানি। ‘কলোসাল’ নামের ওই কোম্পানির যৌথ প্রতিষ্ঠাতা প্রযুক্তি উদ্যোক্তা বেন লাম ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রজনন শাস্ত্রবিদ জর্জ চার্চ। ডিএনএ পড়া ও লেখার ক্ষেত্রে যে অভাবনীয় অগ্রগতি হয়েছে সেটাকে কাজে লাগাতে চায় কলোসাল।

বিজ্ঞানীরা এরই মধ্যে ম্যামথের দাঁত, হাড় ও অন্যান্য অংশ খুঁজে পেয়েছেন, যেগুলো দিয়ে ম্যামথের ডিএনএ সিকোয়েন্স করার চেষ্টা করা হবে। এরপর সেই ডিএনএ এশিয়ান হাতির জিনে ঢুকিয়ে ‘হাতি-ম্যামথ সংকর’ তৈরির চেষ্টা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে কলোসাল।

এ কাজের জন্য এরই মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ১২৭ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে কলোসাল। কলোসাল দাবি করছে, উলি ম্যামথ দিয়ে তুন্দ্রা অঞ্চলের সঞ্জীবনী শক্তি ফিরিয়ে আনা যেতে পারে, যা বৈশ্বিক উষ্ণতা কমাতে পারে। তবে কীভাবে সেটা সম্ভব তার বিস্তারিত জানায়নি তারা।

অবশ্য বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার কিছু সমস্যা আছে। ২০১৭ সালে ‘নেচার ইকোলজি ও এভুলিউশন’ জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, এমন কাজে অনেক বেশি অর্থ ব্যয় হবে। সেটা না করে ওই টাকা বর্তমানে টিকে থাকা প্রজাতি রক্ষায় কাজে লাগানো ভালো হবে। এছাড়া পুনরুজ্জীবিত করা প্রাণীর শরীরে নতুন প্যাথোজেন থাকতে পারে যা মানুষকে সংক্রমিত করতে পারে। সূত্র : ডয়েসে ভেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close