প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা উল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। আজ ১৫ সেপ্টেম্বর ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৮তম (অধিবর্ষে ২৫৯তম) দিন। বছর শেষ হতে বাকি ১০৭ দিন। একনজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাস :

১৬৫৬ : ইংল্যান্ড ও ফ্রান্স শান্তিচুক্তি সই।

১৭৭৬ : ব্রিটেনের ম্যানহাটান দখল।

১৮১২ : নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।

১৮৩৫ : ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি।

১৯১৬ : বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহার।

১৯২৮ : আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

১৯৪৭ : তমদ্দুন মজলিসের ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ বই প্রকাশ।

১৯৫৮ : ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিষ্কার।

১৯৫৯ : দূরদর্শন (সংক্ষেপে ডিডি)ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।

১৯৭৩ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিসর ও সিরিয়া।

১৯৯১ : বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণরায়।

জন্ম :

৭০৬ : সিরিয়ার সর্বশেষ সাহাবি হজরত উতবা।

১৮৭৬ : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৯৪ : ফরাসি চলচ্চিত্র পরিচালক ঝাঁ র?যানোয়ার।

১৯০৪ : ইতালির রাজা দ্বিতীয় উমবার্তো।

১৯২৯ : নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ মারে গেলমান।

মৃত্যু :

২০০৬ : নিতুন কুণ্ডু, বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

ছুটি ও অন্যান্য

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।

জাতীয় আয়কর দিবস বাংলাদেশ।

জাতীয় ইঞ্জিনিয়ার দিবস ভারত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close