প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

আজ ১৪ সেপ্টেম্বর ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭তম (অধিবর্ষে ২৫৮তম) দিন। চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনা :

১৮০৪ : আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুনের ব্যবহার।

১৮৬৭ : কার্ল মার্কসের মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশ।

১৯৫৯ : প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ এর চাঁদে অবতরণ।

১৯৬০ : বাগদাদে তেল রপ্তানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠা।

১৯৯৫ : কলকাতায় পাতাল ট্রেন চালু।

জন্ম :

১৭৬৯ : জার্মানির খ্যাতনামা সমাজবিজ্ঞানী আলেক্সান্ডার ভন হাম্বুল্ড।

১৮৮৮ : বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।

১৯১৩ : গুয়াতেমালার বিপ্লবী ও ভূমি সংস্কার আন্দোলনের পুরোধা জাকোব আর্বেঞ্জ।

১৯৩৬ : নোবেল বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট ফরিদ মুরাদ।

মৃত্যু :

১৯০১ : যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিনলি।

১৯১৬ : নোবেল বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার হোসে এচেগারাই।

১৯৭০ : জার্মান দার্শনিক রুডলফ করেনাপ।

১৯৭১ : বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১৯৭৫ : বাংলা ভাষার ঔপন্যাসিক ও গল্পলেখক নরেন্দ্রনাথ মিত্র।

১৯৭৯ : আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি।

২০০৫ : ফরাসি লেখক ভ্লাদিমির ভল্কঅফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close