প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০২১

আজকের এই দিনে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা উল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। আজ ১৩ সেপ্টেম্বর ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৫৬তম (অধিবর্ষে ২৫৭তম) দিন। বছর শেষ হতে ১১৩ দিন বাকি। একনজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিন।

জন্ম :

৭৮৬ : আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।

১০৮৭ : বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

১৯০৪ : বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।

মৃত্যু :

১৫৯৮ : স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।

১৮৭২ : জার্মানির বস্তুবাদী দার্শনিক লুডউইগ ফয়েরবাক।

১৯১০ : কবি এবং সুরকার রজনীকান্ত সেন।

১৯২৯ : ব্রিটিশবিরোধী বিপ্লবী যতীন্দ্র নাথ দাস।

ইতিহাস :

১১২৫ : ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫০১ : মাইকেল এঞ্জেলোর বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ।

১৯৪০ : বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।

১৯৪৩ : জেনারেল চিয়াং কাইশেক চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।

১৯৫৯ : চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ রকেট উৎক্ষেপণ।

১৯৯৩ : ওয়াশিংটনে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে আপসমূলক জেরিকো-গাজা শান্তি চুক্তি সই। উইকিপিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close