বেনাপোল প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২১

টিকা ছাড়া বেনাপোল কাস্টমসে প্রবেশ নয়

আগামী ১৬ আগস্ট থেকে টিকা ছাড়া কাউকে বেনাপোল কাস্টম হাউসে প্রবেশ করতে দেওয়া হবে না। গত মঙ্গলবার বেনাপোল কাস্টম হাউস এক আদেশে বলেছে, টিকা গ্রহণ ছাড়া সব কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনের বেনাপোল কাস্টম হাউসের অভ্যন্তরে প্রবেশ সীমিত করা হলো।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম এই আদেশে সই করেন। ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে।

চিঠিতে আরো বলা হয়েছে, সরকারি রাজস্ব আদায় কার্যক্রম সরকার ঘোষিত জরুরি সেবার আওতাভুক্ত হওয়ায় মৃত্যুঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারী ও কাস্টম হাউস সংশ্লিষ্ট সব অংশীজন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি পালন করা অতি জরুরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close