নিজস্ব প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০২১

লকডাউনের দ্বাদশ দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৫৪

লকডাউনের মধ্যে ঢাকায় অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আরো ৩৫৪ জন। কঠোর লকডাউনের দ্বাদশ দিন গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ১২০ জনকে মোট ১ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করার কথাও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

এছাড়া ৫৩২টি গাড়িকে এ দিন মোট ১১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।

রোববার পোশাক কারখানা খুলে দেওয়ার পর কঠোর লকডাউনের ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।

৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলার কথা থাকলেও এরই মধ্যে তা ১০ অগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে মঙ্গলবার সারা দেশে ১৭৬টি টহল এবং ১৭৬টি চেকপোস্ট পরিচালনা করেছেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close