পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ০৪ আগস্ট, ২০২১

আচার্য পিসি রায়ের জন্মবার্ষিকী পালন

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালিত হলো জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের (পিসি রায়) ১৬০তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিজ্ঞানীর গ্রামের বাড়ি পাইকগাছার রাড়ুলীতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন তার প্রতিকৃতিতে মাল্যদান ও সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পাইকগাছা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, রাড়ুলী ইউনিয়ন চাকরিজীবী মানবকল্যাণ সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের সাবেক প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, তপন পাল, পঞ্চানন চক্রবর্তী, দিপংকর বিশ্বাস, পরিমল দাশ, মো. আবদুল গফুর গোলদার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close