নিজস্ব প্রতিবেদক

  ২২ জুন, ২০২১

সাবেক সিনিয়র সচিব হারুন বেজার নির্বাহী চেয়ারম্যান

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃতী সন্তান সরকারের সাবেক সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৩ বছর এ পদে তিনি দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিসিএস প্রশাসন সার্ভিসের (অ্যাডমিন) নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ঢাকা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি), সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ ও পদোন্নতি (এপিডি উইং) শাখার অতিরিক্ত সচিব, জনপ্রশাসন সচিব এবং সর্বশেষ একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হয়ে অবসরে যান। সরকারের সাবেক এই কর্মকর্তা চৌকস অফিসার হিসেবে সুনাম রয়েছে।

প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুনকে অবসরোত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী ৩ বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেজার নির্বাহী চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close