নিজস্ব প্রতিবেদক

  ১১ জুন, ২০২১

১৬৩ ইউপির ভোট স্থগিত তিন উপনির্বাচন পেছাল

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হার বিবেচনায় নিয়ে খুলনা ও চট্টগ্রাম বিভাগের তিনটি করে জেলার ১৬৩ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়েছে, আপাতত ভোট হবে না ৯ পৌরসভাতেও; একই সঙ্গে পেছানো হয়েছে তিন সংসদ উপনির্বাচন। আগের তফসিল অনুযায়ী বাকি ২০৪ ইউপির এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার কমিশন সভা শেষে বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি জানান, করোনাভাইরাস মহামারিতে সংক্রমণের উচ্চঝুঁকির মধ্যে আইইডিসিআরের সুপারিশ, স্থানীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ৯টি পৌরসভার আসন্ন ভোটও স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

আগামী ২১ জুন খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬৩ ইউপিসহ ৩৭১টি, ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের কথা ছিল। এর মধ্যে প্রার্থী মারা যাওয়ায় চার ইউপির ভোটের তারিখ পরিবর্তন করা হয়। ৯ পৌরসভা ও ১৬৩ ইউপির ভোট স্থগিত করা হয় গতকাল বৃহস্পতিবার। ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসনের উপনির্বাচন ১০ দিন পিছিয়ে ২৮ জুলাই করার সিদ্ধান্ত হয়েছে। এ তিন উপনির্বাচন ১৪ জুলাই হওয়ার কথা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close