মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

  ১০ মে, ২০২১

মেট্রোরেলের দ্বিতীয় সেট কোচ মোংলা বন্দরে

দ্বিতীয় চালানে দেশে প্রথমবারের মতো নির্মিতব্য মেট্রোরেলের আরো ছয়টি বগি এসে পৌঁছেছে মোংলা বন্দরে। গতকাল রবিবার দুপুরে জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা বেলিজ পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান গ্রেস’ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে।

মোংলা বন্দরের বোর্ড ও জনসংযোগ কর্মকর্তা মো. মাকরুজ্জামান জানান, ১১৯ মিটার জাহাজটি ২৬৭ টন মালামাল নিয়ে বন্দরে নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ এসেছে। যার ওজন ২৬৭ টন। এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ‘এসপিএম ব্যাংকক’ জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগিই এরই মধ্যে নদী পথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী পৌঁছে গেছে।

রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনা মহামারিতে ২৪ ঘণ্টা মোংলা বন্দরের কার্যক্রম চালু রেখেছি। চলতি অর্থবছরের ১০ মাসে বন্দরে ৮৫৮টি জাহাজ এসেছে।

মোহাম্মদ মুসা আরো বলেন, ‘মোংলা বন্দরে মেট্রোরেলের বগি নিয়ে আসা এটি দ্বিতীয় চালান। পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে করে মেট্রোরেলের আরো ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমাদানি ও খালাস হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close