নিজস্ব প্রতিবেদক

  ১০ মে, ২০২১

মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা

নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধ করতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও গতকাল রবিবার রাজধানীর মিরপুর ও পল্টনের দুটি মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় ৩১ জনকে ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে এ অভিযানে। ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. সঞ্জীব দাশের নেতৃত্বে দারুস সালাম থানা পুলিশের সহায়তায় মিরপুর শাহ আলী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করার দায়ে মোট ২২ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হকের নেতৃত্বে পল্টন থানা পুলিশের সহায়তায় পল্টন সিটি হার্ট মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরার দায়ে ৯ জনকে ২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close