প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০২১

মানুষ চিন্তা করতে শিখে ১৭ লাখ বছর আগে!

এক বিশ্বমানের বাঙালি চিত্রপরিচালক বুদ্ধি বাড়াতে চিন্তা-ভাবনা প্র্যাকটিস করতে বলতেন। কিন্তু কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করতে গেলেই তো মস্তিষ্কের কাছে হাত পাততে হয়। আর সেই মাথা নিয়েই যত মাথাব্যথা। কারণ মাথা ছাড়া তো কোনো বিষয়ে চিন্তা কিংবা গবেষণা মোটেই করা যায় না। এখন একটি গবেষণা সূত্রে জানা যাচ্ছে মানুষ চিন্তা-ভাবনা করতে শিখে ১৭ লাখ বছর আগে, আফ্রিকায়। আফ্রিকার ওই চিন্তাশীল মানুষরাই ক্রমে ছড়িয়ে পরে দুনিয়ার বিভিন্ন স্থানে। গড়ে তোলে নানা রকম সভ্যতা। জীবনযাপন প্রণালি।

ভাবুন তো কতদিন ধরে মানুষ ভেবে চলেছে, নিজের ও অন্য প্রাণীর মস্তিষ্ক নিয়ে, মস্তিষ্কের বিবর্তন নিয়ে, তার ইয়ত্তা নেই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড়িয়েছে, আধুনিক মানুষের মস্তিষ্কের বিবর্তন কী ভাবে হয়েছে? সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আপাতত এই নিয়েই গবেষণা করছেন। ওই গবেষক বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন হোমো জেনাসের প্রথম আত্মীয় যারা আফ্রিকায় আড়াই লক্ষ বছর আগে বাস করত তাদের মস্তিষ্ক ছিল অপরিণত। আকার ছিল আমাদের মস্তিষ্কের অর্ধেক। তাদের মতে, আধুনিক মানুষের মস্তিষ্ক তৈরি হওয়া শুরু হয়েছিল ১৭ লাখ বছর আগে আফ্রিকায়। সেই সময়ে হোমো ইরেকটাস প্রজাতির মানুষ প্রথম আত্মপ্রকাশ করে। হোমো ইরেকটাসরাই প্রথম দল যারা আফ্রিকা ছেড়ে বাইরে বেরিয়ে পৃথিবীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। এরাই প্রথম শিকার ও খাদ্যসংগ্রহ শুরু করে। গবেষকেরা সব দিক খতিয়ে বলছেন, আধুনিক মস্তিষ্ক আফ্রিকা থেকেই ছড়িয়ে পড়েছে এশিয়ায়। গবেষকদের বিশ্বাস, জৈব এবং সাংস্কৃতিক বিবর্তন পরস্পরের সঙ্গে জড়িত। সূত্র : জিনিউজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close