পটুয়াখালী প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২১

এক গাছে ফুটল ২৯ নাইটকুইন

পটুয়াখালী জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের সরকারি বাসভবনে শনিবার রাতে একটি নাইটকুইন গাছে ২৯টি ফুল ফুটেছে। তার সরকারি বাসভবনে শনিবার রাত ১১টা থেকে ফুলগুলো ফুটতে শুরু করে রাত সোয়া ১২টার মধ্যে ২৯টি ফুল ফোটে যায়। জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন জানান, ২১ মাস আগে বরগুনা জেলা থেকে তার বড়বোন এই নাইটকুইন গাছটি উপহার হিসেবে দিয়েছিলেন। তার বাসা এবং অফিস ও অফিস চত্বরে রেনলিলি, কাঠগোলাপ, ডেলিলি, নীলমুনি, প্রেট্রোলিয়া, অ্যাডিমাস, ক্যাকটারস, অর্কিড, লিলিয়াম, পদ্ম, জবাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির সহস্রাধিক সুন্দর গাছ রয়েছে। নিজেই শখ করে এ বাগান করেছেন বলে জানিয়েছেন। তিনি আরো জানান, গত বছর ডিসেম্বর মাসে তার অন্য একটি নাইটকুইন গাছে ৫৬টি ফুল ফুটেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close