নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০২১

ঢাকায় বিমান পরিচালনার আগ্রহ ৬ বিদেশি সংস্থার

অনুকূল নীতি ও লাভের সম্ভাবনা থাকায় ঢাকায় বিমান পরিচালনা করার আগ্রহ দেখিয়েছে ছয়টি বিদেশি সংস্থা। এগুলো হচ্ছে গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান এয়ার, ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ ও ভারতের দুটি।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল জানান, গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান এয়ার, ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ এরই মধ্যে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। আর ভারতের দুটি এয়ারলাইনস বাংলাদেশে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া প্রায় ছয় বছর স্থগিত থাকার পর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসও বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী বলে জানান তিনি।

এর আগে, বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনসগুলোর একটি ব্রিটিশ এয়ারওয়েজ ১১ বছর বিরতির পর আনুষ্ঠানিকভাবে ঢাকায় ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা জানিয়েছে।

গারুদা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচল সংস্থা এবং কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ও বৃহত্তম উড়োজাহাজ পরিচালনা সংস্থা। ইরান এয়ার ইরানের এবং ইরাকি এয়ারওয়েজ ইরাকের রাষ্ট্রীয় সংস্থা।

জিয়াউল কবির জানান, শিগগির তারা ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একটি পরামর্শ সভা করবেন এবং ইরানের সঙ্গে বৈঠকের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ‘আমরা এই সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছি এবং সেগুলো পাওয়ার পর যাচাই-বাছাই করব। বেবিচক কর্মকর্তারা ওই দেশগুলোতেও যাবেন। চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে ফ্লাইটের সংখ্যা নির্ধারণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close