
প্রতিদিনের সংবাদ ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ০০:০০
সিঙ্গাপুরে যুবক গ্রেপ্তার
দেশে পুলিশের ওপর হামলার ছক ছিল

------
ফয়সালের বয়স ২৬ বছর। গত ২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি ধর্মীয় চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে সহিংস কর্মকা- ঘটাতে চেয়েছিলেন। ২০১৭ সালের প্রথম দিকে নির্মাণ শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের অনলাইন প্রচারণায় প্ররোচিত হয়ে তিনি চরমপন্থার দিকে ঝুঁকে পড়েন। তবে তদন্তে দেখা গেছে, তিনি সিঙ্গাপুর নয়, বরং বাংলাদেশে ফিরে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। হামলার জন্য বিশেষভাবে তিনি লক্ষ্য ঠিক করছিলেন হিন্দু পুলিশ সদস্যদের। ফয়সাল সহিংসতায় উসকানিমূলক তথ্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। ভাঁজ করে সহজে বহন করা যায় এমন একটি ছুরিও তিনি সংগ্রহ করেছিলেন। জিজ্ঞাসাবাদে সহিংসতার কাজে ব্যবহারের জন্যই ছুরি সংগ্রহ করেছিলে বলে জানান।
ইউরোপে সাম্প্রতিক সহিংসতার পটভূমিতে সিঙ্গাপুর কর্তৃপক্ষ সন্দেহভাজন অন্তত ৩৭ জনের ব্যাপারে তদন্ত চালিয়েছে। তাদের মধ্যে ২৩ জন বিদেশি। বাকিরা সিঙ্গাপুরের নাগরিক। সিঙ্গাপুরের গণমাধ্যমের তথ্যানুযায়ী, সন্দেহভাজন ১৫ বাংলাদেশি ও মালয়েশিয়ার একজনকে নিজ নিজ দেশে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে। ওই বাংলাদেশিরা সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তারাও হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
"