চট্টগ্রাম ব্যুরো

  ০২ অক্টোবর, ২০২০

শাহ আমানতে ৯ কেজি স্বর্ণসহ একজন আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৮টার দিকে কোভিড-১৯ মহামারি কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের প্রথম দিনে বড় ধরনের স্বর্ণ আটক করে কাস্টমস। আটক মোহাম্মদ এনামুল হক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। দুবাই থেকে মূলত এসব স্বর্ণ ক্যারিয়ার হিসেবেই বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান, চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের উপকমিশনার রোখসানা আকতার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত যাত্রী বিমানবন্দরে নামার পর পরই আমরা চ্যালেঞ্জ করি এবং তল্লাশি চালিয়ে ৮২টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৭৪ লাখ টাকা। তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close