পঞ্চগড় প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২০

রুগ্ণ চিনিকলগুলো আধুনিকায়ন করা হবে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বর্তমান সরকার রুগ্ণ চিনিকলগুলো আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এতে করে কোনো চিনিকল বন্ধ করা হবে না কোনো শ্রমিক ছাঁটাই করা হবে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে জেলার বোদা উপজেলার ধনিপাড়া নামক স্থানে বাফার গোডাউন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘চিনিকলগুলোতে বিশাল সম্পদ রয়েছে। সেগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আরো আয়ের ব্যবস্থা করতে পারি সেজন্য দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করছি। চিনিকলের জায়গায় পাওয়ার প্লান্টসহ বিভিন্ন রকমের কৃষিভিত্তিক কলকারখানা করার প্রস্তাবনা আসছে। আমরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।’

সেনা কল্যাণ সংস্থার অধীনে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন বাফার গোডাউন নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ২৭ কোটি টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেন, আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী নতুন ট্রেন চালু হবে। এটা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনে দাবি ছিল।’

পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বিসিআইসির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হান্নান শেখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close