চট্টগ্রাম ব্যুরো

  ০১ অক্টোবর, ২০২০

চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী বিধান বড়–য়ার আত্মসমর্পণ

চট্টগ্রামে দুর্র্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বিধান বড়ুয়া আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বুধবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরার আদালতে আত্মসমর্পণ করলে আদালত কারাগারে পাঠানো আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানান, অস্ত্র মামলার দুটি ধারায় গত ১২ আগস্ট মোট ১৭ বছরের কারাদন্ড দেওয়া হয় বিধান বড়ুয়াকে। এ মামলায় গতকাল আত্মসমর্পণ করেন তিনি। এরপর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। নব্বইয়ের দশকে বিধান বড়–য়া প্রথমে জাতীয় পার্টি এবং পরে সাকা চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) গঠন করলে তিনি ওই দলে যোগ দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর মন জয় করতে বেপরোয়া হয়ে ওঠেন বিধান বড়ুয়া। এ সময় তিনি নিজের নামে একটি বাহিনী (বিধান বাহিনী) গঠন করে পুরো রাউজান এলাকা নিয়ন্ত্রণ করতে থাকেন। বিধান বড়ুয়ার বাড়ি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক বড়ুয়াপাড়ায়। মাধ্যমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে না পারলেও বিধান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৪ সালে ‘অপারেশন ক্লিনহার্ট’ শুরু হলে বিধান বড়ুয়া আত্মগোপনে চলে যান। ২০০৮ সালে বিধান রাউজান ত্যাগ করেন। ২০১১ সালে গ্রেফতার হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close