আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

করোনায় বিশ্বে মৃত্যু ১০ লাখ ছাড়াল

বিশ্ব জুড়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭৭ হাজার ৫৫৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩ হাজার ১৮৯ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৪৬ লাখ ৩৪ হাজার ২৯৮ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ১৩ হাজার ৬৬৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৭৫০ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ১৭ হাজার ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪০৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৯২ হাজার ৫৩২ জন। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫০৩ জনের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৮২ হাজার ১৭০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জনে। এ ছাড়া আরো ১০৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা ৯৫ হাজার ৫৪২-এ দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত, ৭১ লাখেরও বেশি রোগী নিয়ে এই তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৩২ হাজারেরও বেশি।

ভারতে এ পর্যন্ত ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন রোগী সুস্থ হয়েছেন বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। দেশটিতে মোট আক্রান্তের ৮২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। এ সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান সাত নম্বরে। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩০ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৪৩০ জনের। ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১৪তম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২ হাজার ৭৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close