আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর, ২০২০

স্ত্রীকে হত্যার পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশির আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে স্ত্রী সৈয়দা সোহেলী আক্তার চায়নাকে (৪৩) গুলি করে হত্যার পর আবুল আহসান হাবিব (৫২) নামে এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন। গত রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টার দিকে) রাজ্যের ফিনিক্স সিটির লাভিন এলাকার নিজ বাসায় এই ঘটনা ঘটে বলে প্রতিবেশীরা জানান।

নিহত স্বামী-স্ত্রী বাড়ি বাংলাদেশের মাগুরায়। স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রবাসীরা ধারণা করছেন। এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।

ফিনিক্স পুলিশ জানিয়েছে, গুলিতে স্বামী-স্ত্রী নিহত হওয়ার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ফিনিক্স সিটিতে বসবাসরত ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রোববার সন্ধ্যায় বলেন, হাবিব-সোহেলী দম্পতি পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। দুই ছেলেসহ ২০০৮ সালে তারা অ্যারিজোনায় বাস করতে শুরু করেন।

জানা গেছে, সোহেলী আক্তার বিউটি পার্লারের ব্যবসা করতেন। আর স্বামী আবুল আহসান হাবিব একটি রেস্টুরেন্টে কাজ করতেন। করোনার কারণে সব বন্ধ হয়ে যাওয়ায় দুজনেই বেকার হয়ে পড়েন।

লভেনের বাংলাদেশি কমিউনিটির একাধিক প্রবাসী জানান, স্ত্রীকে নিয়ে আহসান সারাক্ষণ অভিযোগ করতেন। দুই ছেলের দিকে খেয়াল রাখতেন না। কিন্তু স্ত্রী এসব অভিযোগ কখনই পাত্তা দেননি। আগের রাতে স্ত্রীর সঙ্গে আহসান হাবিবের কথা কাটাকাটি হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতিও হয়।

ফিনিক্স পুলিশের মুখপাত্র সার্জেন্ট টমি থমসন বলেন, সকাল ৯টা ৫১ মিনিটের দিকে ৯১১-এর অপারেটর যখন সোহেলীর সঙ্গে কথা বলছিলেন, সে সময়েই তারা দুটি গুলির শব্দ শুনেছেন। এরপর দ্রুত ওই বাসায় যায় পুলিশ। বন্দুকটি লাশের পাশে পড়ে ছিল।

পুলিশের ধারণা, সকালে হাবিব বাসার বাইরে যান। এর ৫ মিনিটের মধ্যেই বাসায় ফিরে সোহেলীকে গুলি করে হত্যার পরই আত্মহত্যা করেন হাবিব। বিষয়টি আরো তদন্ত করছে পুলিশ।

আরিজোনার সর্ববৃহৎ পারিবারিক সহিংসতার শিকারদের আশ্রয়কেন্দ্রের সিইও মারিয়া মোহন বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকে চাকরি হারিয়েছেন। এ কারণে পারিবারিক সহিংসতার ঘটনা অনেক বেড়ে গেছে। বাংলাদেশি দম্পতির প্রাণহানির ঘটনা তাই প্রমাণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close