জামালপুর প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর, ২০২০

রিকশাচালক হত্যা

দুজনের প্রাণদণ্ড সাতজনের যাবজ্জীবন

জামালপুরে রাসেল নামে এক রিকশাচালক হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদন্ড এবং তিন ভাইসহ সাতজনকে যাবজ্জীবন জেল দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন জেলার ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া বাড়ি গ্রামের বুদুর ছেলে ভুট্টো (৩০) ও খালেক (৪৫)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন একই গ্রামের গাদুর ছেলে বাবুল (২৫), রশিদ (৪৫), মো. কাশি (৫০); এরা তিন ভাই। এ ছাড়া বিদ্যুৎ (২৫), সামিউল (৩০), ফুলু মিয়া (৩০) ও জহিজলের (৩০) একই সাজা হয়েছে। মামলার অপর চার আসামি হুচ্চু, ফেক্কু, ইয়া মন্ডল ও সাহেব আলীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। নিহত রাসেল একই গ্রামের মইন উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করে জেলা জজ আদালতের পিপি নির্মল কান্তি ভদ্র জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে রিকশাচালক রাসেলের সঙ্গে আসামিদের বিরোধ হয়। এর জেরে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় লুঙ্গি ও মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ ওই গ্রামের সাদেক মাস্টারের আখখেতে ফেলে রাখে। পরদিন সেই লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের মা আছিয়া খাতুন ২০০৭ সালের ২৮ ডিসেম্বর ইসলামপুর থানায় ১৩ জনের নামে হত্যা মামলা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানান পিপি নির্মল কান্তি ভদ্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close