গাজীপুর প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২০

ঢাকায় উদ্ধার বনরুই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক ঢাকার গোড়ান থেকে জব্দকৃত একটি বনরুই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বনরুইটি অবমুক্ত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে ঢাকার খিলগাঁওয়ের গোড়ান এলাকা থেকে বনরুইটি জব্দ করে। বনরুইটি পুরুষ। সুস্থ অবস্থায় বঙ্গবন্ধু পার্কের অভ্যন্তরে অবমুক্ত করা হয়েছে। এর আগেও একই জায়গায় আরো তিনটি বনরুই অবমুক্ত করা হয়েছিল।

এ সময় অন্যদের মধ্যে সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর অসীম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close